Tax

যে সব আয় ও ব্যয় আয়কর বিবরণীতে দেখাতে হয়

September 14, 2018
Income & Expense in Return Form Image

একটা নির্দিষ্ট পরিমান আয় অতিক্রম করলেই আপনাকে আয়কর দিতে হবে। ব্যক্তি শ্রেণী হিসেবে এই আয়ের সীমা ভিন্ন।

প্রতি বছর জুলাই-জুন অর্থ বছরে যদি আপনার সেই নির্দিষ্ট পরিমান আয়ের সীমা অতিক্রম করে তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে জতীয় রাজস্ব বোর্ডে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

একজন ব্যাক্তি করদাতা কিভাবে কর গণনা করে রিটার্ন তৈরি করবেন তার উপর আমাদের অনলাইন ট্যাক্স কোর্স রয়েছে। খুবই অল্প খরচে সেরা ভিডিও টিউটরিয়ালের সাথে পাচ্ছেন, কর গণানা এবং রিটার্ন ফরমের এক্সেল সফট কপি।

আপনি এখনই কোর্স ফি পরিশোধ করে আপনার পছন্দের ট্যাক্স কোর্স শুরু করতে পারবেন। কোন নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। এবং আপনি যেদিন কোর্স কিনবেন সেদিন থেকে টানা ১৫ দিন যতোবার খুশি ততোবার দেখার সুযোগ পাবেন!

অনেকেই আয়কর রিটার্ন-এ কি কি তথ্য দিতে হয় তা জানেন না। না জানার কারনে অনেকেই ভয় পান। এবং একারনেই হয়তো তথ্য গোপনও করে থাকেন। কিন্তু ঠিকমত জানলে খুব সহজভাবেই আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

প্রথম কথা হলো আপনাকে কর দিতে হবে সারা বছর ধরে আপনি যে যে খাত থেকে আয় করেছেন তার উপর। তবে সম্পূর্ণ আয়ের উপর আপনাকে কর দিতে হবে না।

যেমন, আপনি যদি চাকরীজীবী হোন তাহলে কিছু কিছু অনুমোদনযোগ্য ব্যয় বাদ দিয়ে বাকি যা থাকবে তা করযোগ্য হবে। আপনাকে সেই করযোগ্য আয়ের উপরই কর দিতে হবে। তবে সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী করদাতার আয়কর হিসেব করার নিয়ম আলাদা।

আবার, কেউ যদি ব্যবসা করেন তাহলে সারা বছর ব্যবসা থেকে যে আয় হয়েছে তা থেকে ব্যয় বাদ দিয়ে মুনাফা বের করতে হয়। কেবলমাত্র সেই মুনাফার উপরই একজন ব্যবসায়ীকে কর দিতে হয়।

আয়কর রিটার্নে মোট দশটি খাতের কথা বলা হয়েছে। এই দশটি খাত থেকে আয় হলে তা করযোগ্য হবে। সেই দশটি খাত হলোঃ

০১। বেতনাদি

০২। নিরাপত্তা জামানতের উপর সুদ

০৩। গৃহ সম্পত্তির আয়

০৪। কৃষি আয়

০৫। ব্যবসা বা পেশার আয়

০৬। মূলধনী লাভ

০৭। অন্যান্য উৎস হইতে আয়

০৮। ফার্ম বা ব্যক্তিসংঘের আয়ের অংশ

০৯। অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্ত্রী স্বামীর আয়

১০। বিদেশ হইতে আয়

উপরের এই দশটি খাতের মধ্যে যে কোন একটি খাত থেকেও যদি আপনার আয় থাকে এবং সেই আয় সারা বছর ধরে আয়কর আইনে বেধে দেওয়া সীমা অতিক্রম করে তাহলেই আপনাকে কর দিতে হবে।

আর আপনাকে কর দিতে হলে আয়কর বিবরণী জমা দিতে হবে। প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন কিভাবে পূরণ করতে হবে তার উপর একটি নির্দেশিকা বের করে। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে।

এখন আপনি জানলেন আয়ের খাতগুলো সম্পর্কে। আয়ের বিবরণ দেওয়ার পাশাপাশি আপনাকে আয়কর বিবরণীতে ব্যয়ের বিবরণও জমা দিতে হয় যেটা জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী নামে পরিচিত।

এই বিবরণীতে আপনি সারা বছর ধরে পরিবার পরিচালনার জন্য যে ব্যয়গুলো করেছেন তার হিসেব দিতে হয়।

যেমন, খাদ্য, বস্র, বাড়ি ভাড়া, গাড়ি থাকলে তার জন্য খরচের পরিমান, ইউটিলিটি বিল, সন্তানদের পড়ালেখার খরচ ইত্যাদি।

এর বাইরে আমরা বিশেষ ধরনের ব্যয় করে থাকি। যেমন, বিভিন্ন ধরনের উৎসব পালন, প্রিয়জনকে উপহার দেওয়া, দেশে বা দেশের বাইরে ভ্রমণ, অনুদান, মানবিক সহায়তা ইত্যাদি।

আর আপনার করযোগ্য আয়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে কর হিসেবে যা দিয়েছেন। এর সবই আপনাকে উল্লেখ করতে হবে।

এখানে হয়তো লক্ষ্য করেছেন, আপনার সারা বছর ধরে যে আয় হবে তা থেকেই আপনি খরচ করেছেন। এবং বছর শেষে আপনার আয় থেকে ব্যয় বাদ দিলেই আপনার হাতে বছর শেষে কতো আছে তা বের হয়ে আসবে। এটা আবার উল্লেখ করতে হয় পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীতে।

পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীতে আপনি কোথায় কোথায় কতো টাকার সম্পদ কিনেছেন তা উল্লেখ করতে হয়। আবার যদি আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তাও উল্লেখ করতে হয়।

তাহলে বুঝতে পারলেন আপনার আয়-ব্যয়, সম্পদ-দায় এর কোনো কিছুই আয়কর বিবরনী থেকে বাদ যায় না।

  • লেখাটি blog.bdtax.com.bd-তে ৬ মার্চ ২০১৮ প্রকাশিত হয়।

You Might Also Like

error: Content is protected !!