Tax

আয়কর রেয়াত পেতে কোন খাতে সর্বোচ্চ কতো বিনিয়োগ করতে পারবেন?

September 8, 2018
Investment Limit for Tax Rebate Image

আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ বা অনুদান দিতে হবে তা আগের একটি লেখা থেকে জেনেছিলেন। সেই লেখাটিতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। এবং এখনো পেয়ে যাচ্ছি।

একজন ব্যাক্তি করদাতা কিভাবে কর গণনা করে রিটার্ন তৈরি করবেন তার উপর আমাদের অনলাইন ট্যাক্স কোর্স রয়েছে। খুবই অল্প খরচে সেরা ভিডিও টিউটরিয়ালের সাথে পাচ্ছেন, কর গণানা এবং রিটার্ন ফরমের এক্সেল সফট কপি।

আপনি এখনই কোর্স ফি পরিশোধ করে আপনার পছন্দের ট্যাক্স কোর্স শুরু করতে পারবেন। কোন নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। এবং আপনি যেদিন কোর্স কিনবেন সেদিন থেকে টানা ১৫ দিন যতোবার খুশি ততোবার দেখার সুযোগ পাবেন!

কোন খাতে সর্বোচ্চ কতো বিনিয়োগ করা যাবে এই বিষয়ে সবচেয়ে বেশি জানতে চেয়েছেন। আমার আজকের বিষয় মূলত এই বিষয়টিকে নিয়েই। অর্থাৎ আপনি এই লেখাটি পড়ে জানতে পারবেন কোন খাতে কতো বিনিয়োগ করতে পারবেন।

কোথায় বিনিয়োগ করবেন বা অনুদান দিবেন তা জানতে চাইলে আগের লেখাটি পড়ে নিতে পারেন তাহলে এই লেখাটি বুঝতে সুবিধা হবে। অথবা নিচের ভিডিও দেখে জেনে নিতে পারেন কোথায় বিনিয়োগ করবেন।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ষষ্ঠ সিডিউল পার্ট-বি, ধারা ৪৪ (২) (বি) অনুযায়ী একজন ব্যাক্তি করদাতা কোথায় কতো বিনিয়োগ করলে তার উপর আয়কর রেয়াত পাবেন তা উল্লেখ রয়েছে।

তাহলে চলুন একে একে জেনে নেই কোন খাতে সর্বোচ্চ কতো বিনিয়োগ করতে পারবেন।

শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার

আমরা অনেকেই শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করে থাকি। এটা হতে পারে স্বল্প মেয়াদী বা দীর্ঘ মেয়াদী।

কেউ কেউ স্বল্প মেয়াদে ক্রয়-বিক্রয় করে সেখান থেকে কিছু মুনাফা পেয়ে থাকেন। আবার অনেকে স্বল্প মেয়াদের কথা চিন্তা না করে দীর্ঘ মেয়াদে মূলধনী লাভের আশায় বিনিয়োগ করে থাকেন।

আপনি যে চিন্তা করেই এই খাতে বিনিয়োগ করেন না কেন আপনি এই খাতে আপনার বিনিয়োগকৃত টাকার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন।

তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে উক্ত শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার পুজি বাজারে নিবন্ধিত হতে হবে। কেবল তখই আপনি তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন।

এই খাতে আপনি যতো খুশি ততো বিনিয়োগ করতে পারেন। কোন সীমা নেই। সম্পূর্ণ বিনিয়োগকৃত টাকাই আপনি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন।

ট্রেজারি বন্ড

আমরা অনেকেই ট্রেজারি বন্ডের কথা শুনেছি। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে যারা ঝুকি নিতে আগ্রহি নন তারা এই খাতে বিনিয়োগ করতে পছন্দ করেন।

একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্ধারিত হারে সুদ পাওয়া যায়। এতে কোন ঝুকি নেই।

তবে আপনাকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড-ই কেবল আপনি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন যার উপর আয়কর রেয়াত পাবেন।

এই ক্ষেত্রেও বিনিয়োগের কোন সীমা নেই। আপনি চাইলে যেকোন পরিমান টাকা বিনিয়োগ করতে পারেন।

ডিপিএস

ডিপিএস আমাদের দেশে খুবই জনপ্রিয় বিশেষত চাকরীজীবীদের কাছে। মাস শেষে খরচের পর যা থাকে তা প্রতি মাসে আস্তে আস্তে জমিয়ে একটা সময় পরে বেশ ভালো একটা অংক পাওয়া যায়। এতে করে ভবিষতে ভালো একটা কাজ করা যায়।

বছর শেষে আপনি ডিপিএসে জমা রাখা টাকা বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ডিপিএস কোন সিডিউল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে হতে হবে।

এই খাতে বছরে কতো বিনিয়োগ করতে পারবেন তার একটা সীমা রয়েছে।

আপনি মাসিক পাচ হাজার টাকা বা বাৎসরিক ৬০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস হিসেবে দেখাতে পারবেন। এর বেশি যদি আপনি ডিপিএস করেন তাতে সমস্যা নেই কিন্তু আপনি তার উপর  আয়কর রেয়াতের পাবেন না।

জীবন বীমা

জীবন বীমা মানুষের ভবিষতকে নিশ্চয়তা দেয়। মানুষের জীবন সব সময়ই অনিশ্চিত। কখন কি হয়ে যায় তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না।

হঠাৎ পরিবারে কর্মক্ষম ব্যাক্তি বড় ধরনের বিপদে পড়লে পরিবারে নেমে আসে আর্থিক অনটন। এর হাত থেকে রক্ষা পেতে সহায়তা করে জীবন বীমা। তাই অনেকেই পরিবারের নিশ্চয়তার কথা ভেবে জীবন বীমা করে থাকেন।

বছরে কতো টাকা জীবন বীমা প্রিমিয়াম হিসেবে দেখাতে পারবেন তার একটা সীমা রয়েছে।

এক্ষেত্রে আপনি বাৎসরিক মোট বীমাকৃত অংকের সর্বোচ্চ ১০% বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন।

ধরুন, আপনার জীবন বীমার মূল পলিসি দশ লাখ টাকা। এর ১০% হলো এক লাখ টাকা। আপনি কোন বছর প্রিমিয়াম হিসেবে এই এক লাখ টাকার বেশি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন না।

সেভিংস সার্টিফিকেট

ট্রেজারি বন্ডের মতো সেভিংস সার্টিফিকেটও নিরাপদ। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্ধারিত হারে সুদ পাওয়া যায়। তাই অনেকেই এই খাতে বিনিয়োগ করতে পছন্দ করে থাকেন।

তবে আপনি বিনিয়োগের আগে অবশ্যই জেনে নিবেন উক্ত সেভিংস সার্টিফিকেট রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কিনা। তা না হলে আপনি যতোই বিনিয়োগ করেন না কেন তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন না।

বিনিয়োগ সীমা বাংলাদেশে বিদ্যমান সঞ্চয়সমূহের প্রকারভেদে ভিন্ন।

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র একক নামে ৩০ লাখ টাকা বা যুগ্ম নামে ৬০ লাখ টাকা।

পরিবার সঞ্চয়পত্র একক নামে ৪৫ লাখ টাকা।

পেনশনার সঞ্চয়পত্র প্রাপ্ত আনুতোষিক ভবিষ্যত তহবিলের অর্থ মিলিয়ে একক নামে ৫০ লাখ টাকা।

অর্থাৎ উপরে বর্ণিত সীমা পর্যন্ত আপনি একক নামে বা যুগ্ম নামে সেভিংস সার্টিফিকেট কিনতে পারবেন এবং এর উপর আয়কর রেয়াত দাবী করতে পারবেন।

প্রভিডেন্ট ফান্ড

যারা চাকরি করেন তারা কোম্পানির কাছ থেকে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড হিসেবে একটা নির্দিষ্ট টাকা পেয়ে থাকেন। এবং সেই ফান্ডে প্রতি মাসে নিজেও কিছু কন্ট্রিবিউট করে থাকেন।

এই দুইটা টাকাই বিনিয়োগ হিসেবে দেখানো যায়। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার কোম্পানি যে প্রভিডেণ্ট ফান্ড গঠন করেছে তা অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ড স্বীকৃত হতে হবে তাহলেই কেবল আপনি তার উপর আয়কর রেয়াত পাবেন।

উপরে আমরা জানলাম কোথায় কতো টাকা বিনিয়োগ করলে তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন। তারপর বিনিয়োগকৃত টাকার উপর কর রেয়াত গণনা করে মোট কর দায় থেকে তা বাদ দিয়ে চূড়ান্ত কর দায় বের করতে পারেন।

এর বাইরে অনুদান দিয়েও আপনি আয়কর রেয়াত দাবি করতে পারেন। কিন্তু অনুদানের কোন সীমারেখা নেই। আপনি আপনার ইচ্ছে মতো যেকোন পরিমান টাকা অনুদান হিসেবে দিতে পারেন।

তবে এক্ষেত্রে আপনাকে শুধু মনে রাখতে হবে অবশ্যই যেখানে অনুদান দিচ্ছেন তা যেন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত হ্য় কেবল তাহলেই আপনি তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন।

  • লেখাটি blog.bdtax.com.bd- এ ২৩ আগস্ট ২০১৭ প্রকাশিত হয়েছে।

You Might Also Like

error: Content is protected !!