Tax

ITP Exam Prep: কমপ্লিট গাইড (আপডেট)

October 26, 2024
ITP Exam Prep Bangladesh

ITP Exam Prep বইটি ১৯ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত হয়। বইটি প্রকাশের পর পাঠকদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। ২০১৭ সালের পর একটা লম্বা বিরতি দিয়ে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুনা যাচ্ছিলো অল্প সময়ের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আমরা দ্রুত বই প্রকাশের কাজে হাত দেই। এবং শেষ পর্যন্ত এক মাসের মধ্যেই আপনাদের হাতে ITP Exam Prep বইটি তুলে দিতে সক্ষম হয়েছি।

বইটি ইতোমধ্যেই যারা পরীক্ষা প্রস্তুতির জন্য কিনেছেন তারা পড়ার শুরু করার পর কিছু কিছু ভুল আমাদের সাথে শেয়ার করা শুরু করেছেন। এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই সচেতনতার জন্যই বইটি আরো নির্ভুলভাবে ভবিষ্যতে প্রকাশ করা যাবে। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।

একই সাথে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন ছিল। আমরা জানি, একজন পরীক্ষার্থীর একটা ভুলের জন্য ফলাফল আশানুরূপ নাও হতে পারে। তাই আপনি বইটি থেকে যা পড়ছেন তা যাতে সঠিক হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত ছিল।

তবে আশার কথা হলো, অনলাইনের যুগে আমরা দ্রুত কানেক্ট হতে পারি। যেমন, আপনারা আমাদের সাথে দ্রুত কানেক্ট হয়েছেন এবং আমরা ঐ ভুলগুলো সংশোধনের ব্যবস্থা নিয়েছি। এই ব্লগ পোস্টে ITP Exam Prep বইটিতে যত ভুল ধরা পড়বে তার সব সংশোধন করে এখানে প্রকাশ করা হবে। আশা করছি এতে করে আপনারা সঠিক বিষয়টি জানতে পারবেন।

নিচে আমরা মূল বইটির পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে সমাধান উল্লেখ করে দিবো। আপনি যখন এখানে কোনো সংশোধন বা সমাধান পড়বেন তখন সাথে মূল বইটি রাখুন। এবং আপনি আপনার বইতে পেন্সিল দিয়ে লিখে রাখুন। তাহলে বারবার এই পোস্টে ভিজিট করতে হবে। আপনাদের এই অসুবিধার জন্য আবারো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে নিচে কমেন্ট করুন। আমরা তা রাখার চেষ্টা করবো।

পৃষ্ঠা ৫৯

সঠিক – আয়কর আইন ২০২৩ এর ধারা ৪৩(২)

পৃষ্ঠা ৬৪ এবং ৬৫

উপরের হলুদ করা অংশটুকু অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। তাই এই অংশটুকু আর প্রযোজ্য না।

পৃষ্ঠা ১২৪

সঠিক – ধারা ১০২।

পৃষ্ঠা ১২৪

উপরে হলুদ অংশটুকুর স্থানে পড়ুন –

এসআরও ২৫৩, ২৩ আগস্ট ২০২৩ এ মোট তিনটি খাতকে চূড়ান্ত করের আওতায় আনা হয়েছে। পরে এসআরও ২৮৬, ১১ অক্টোবর ২০২৩ এবং এসআরও ১৭, ৩০ জানুয়ারি ২০২৪ এ আরো দুইটি খাতকে চূড়ান্ত কর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মোট পাঁচটি চূড়ান্ত খাত হলোঃ

১। ধারা ১০২: সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, ইত্যাদি হতে অর্জিত সুদ বা মুনাফা;

২। ধারা ১০৫:  সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফা;

৩। ধারা ১১১: সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ হতে অর্জিত মূলধনি আয়;

৪। ধারা ১১২: রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি; এবং

৫। ধারা ১২৫: সম্পত্তি হস্তান্তর হতে অর্জিত মূলধনি আয়।

ন্যূনতম করের মধ্যেই চূড়ান্ত কর অন্তর্ভুক্ত রয়েছে। এক অর্থে চূড়ান্ত করের আওতায় যে ৫টি খাতে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা হয় তা ন্যূনতম কর।

পৃষ্ঠা ১৩৩

সঠিক – ৩১ ডিসেম্বর ২০২৩।

পৃষ্ঠা ২০০

সঠিক – হলুদকৃত ধারা ১০৫ এর স্থানে ২০৫ হবে।

উদাহরণ ৪ – সমাধান (পৃষ্ঠা ২২১)

মোট করযোগ্য আয়

বিবরণটাকা
মূল বেতন (৬০,০০০ টাকা X ৬ মাস + ৬৬,০০০টাকা X ৬ মাস)৭,৫৬,০০০
বাড়ি ভাড়া ভাতা (৭,৫৬,০০০ টাকা X ৫০%)৩,৭৮,০০০
চিকিৎসা ভাতা (৭,৫৬,০০০ টাকা X ১০%)৭৫,৬০০
উৎসব ভাতা (৬০,০০০ টাকা + ৬৬,০০০ টাকা)১,২৬,০০০
যাতায়াত ভাতা (৭,৫৬,০০০ টাকা X ১০%)৭৫,৬০০
মোটর গাড়ি সুবিধা (১০,০০০ টাকা X ১২ মাস)১,২০,০০০
ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার চাদা (৭,৫৬,০০০ টাকা X ১০%)৭৫,৬০০
ভবিষ্য তহবিল থেকে প্রাপ্ত সুদ৩৫,০০০
অফিসের কাজে বিদেশ ভ্রমণ
চাকরি হতে মোট আয়১৬,৪১,৮০০
বাদঃ অব্যাহতি ১৬,৪১,৮০০ টাকা X ১/৩ অংশ = ৫,৪৭,২৬৭ টাকা; অথবা সর্বোচ্চ ৪,৫০,০০০ টাকা, যেটা ছোট৪,৫০,০০০
মোট করযোগ্য আয়১১,৯১,৮০০

বিনিয়োগ ভাতা এবং কর রেয়াত

বিবরণটাকা
ভবিষ্য তহবিলে চাদা (৭৫,৬০০ টাকা X ২)১,৫১,২০০
শেয়ারে নতুন বিনিয়োগ (৭,০০,০০০ — ৫,০০,০০০) টাকা২,০০,০০০
ডিপিএস — শুধুমাত্র করদাতার অংশ৭২,০০০
মোট বিনিয়োগ ভাতা৪,২৩,২০০
কর রেয়াতঃ 
করযোগ্য আয় ১১,৯১,৮০০ টাকার ৩% (ক)৩৫, ৭৫৪
বিনিয়োগ ভাতা ৪,২৩,২০০ টাকার ১৫% (খ)৬৩,৪৮০
সর্বোচ্চ (গ)১০,০০,০০০
ক, খ এবং গ এর মধ্যে ছোট অংকটি হবে কর রেয়াত৩৫,৭৫৪

করদায়

আয়কর হারটাকা
প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত০%
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত৫%৫,০০০
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত১০%৪০,০০০
অবশিষ্ট ৩,৪১,৮০০ টাকা পর্যন্ত১৫%৫১,২৭০
মোট করদায় ৯৬,২৭০
বাদঃ কর রেয়াত ৩৫,৭৫৪
করদায় ৬০,৫১৬
বাদঃ উৎসে কর (১২,০০০ টাকা X ১২ মাস) ১,৪৪,০০০
অতিরিক্ত কর প্রদান ৮৩,৪৮৪

উদাহরণ ১০ – সমাধান (পৃষ্ঠা ২৩৩)

মোট করযোগ্য আয়

বিবরণটাকা
মূল বেতন৪,৮০,০০০
বাড়ি ভাড়া ভাতা (করমুক্ত)
চিকিৎসা ভাতা (করমুক্ত)
উৎসব ভাতা৮৮,০০০
বাংলা নববর্ষ ভাতা
চাকরি হতে মোট আয় (ক)৫,৬৮,০০০
বাড়ি ভাড়া আয় (৩০,০০০ টাকা X ৫টি অ্যাপার্টমেন্ট X ১২ মাস)১৮,০০,০০০
বাদঃ মেরামত খরচ (১৮,০০,০০০ টাকা X ২৫%)৪,৫০,০০০
বাদঃ সিটি কর্পোরেশন ট্যাক্স২০,০০০
ভাড়া হতে আয় (খ)১৩,৩০,০০০
মোট করযোগ্য আয় (ক + খ)১৮,৯৮,০০০


বিনিয়োগ ভাতা এবং কর রেয়াত

বিবরণটাকা
ভবিষ্যৎ তহিবিলে চাঁদা৪৮,০০০
জীবন বিমা প্রিমিয়াম২,৫০,০০০
সঞ্চয়পত্র ক্রয়২,০০,০০০
ডিপিএস১,২০,০০০
মোট বিনিয়োগ ভাতা৬,১৮,০০০
কর রেয়াতঃ 
করযোগ্য আয় ১৮,৯৮,০০০ টাকার ৩% (ক)৫৬,৯৪০
বিনিয়োগ ভাতা ৬,১৮,০০০ টাকার ১৫% (খ)৯২,৭০০
সর্বোচ্চ (গ)১০,০০,০০০
ক, খ এবং গ এর মধ্যে ছোট অংকটি হবে কর রেয়াত৫৬,৯৪০

করদায়

আয়কর হারটাকা
প্রথম ৪,৫০,০০০ টাকা পর্যন্ত০%
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত৫%৫,০০০
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত১০%৪০,০০০
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত১৫%৭৫,০০০
অবশিষ্ট ৪,৪৮,০০০ টাকা পর্যন্ত২০%৮৯,৬০০
নিয়মিত আয়ের উপর কর ২,০৯,৬০০
বাদঃ কর রেয়াত ৫৬,৯৪০
প্রদেয় কর ১,৫২,৬৬০
যোগঃ সারচার্জ (১,৫২,৬৬০ X ১০%) ১৫,২৬৬
নীট করদায় ১,৬৭,৯২৬
বাদঃ অগ্রিম কর ২,০০,০০০
অতিরিক্ত কর প্রদান ৩২,০৭৪

You Might Also Like

No Comments

Leave a Reply

error: Content is protected !!